অবশেষে বিয়ে ভাঙল সঞ্জয়-‌কারিশ্মার

0
363

অবশেষে কাগজে-‌কলমে বিয়ে ভাঙল সঞ্জয়-‌করিশ্মার। শুক্রবার সুপ্রিমকোর্টে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলার ফয়সালা হয়। দুই সন্তান সামায়রা (‌১১)‌ এবং কিয়ান রাজ কাপুর (‌৬)‌ থাকবে মায়ের কাছে। মাঝেমাঝে বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবেন সঞ্জয়। তবে এই অধিকার পেতে তাঁকে পকেট থেকে খসাতে হয়েছে ১৪ কোটি টাকা। এর থেকে মাসে মাসে ১০ লাখ টাকা করে সুদ পাবে সামায়রা এবং কিয়ান। ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশ্মা এবং সঞ্জয় কাপুর। ২০১৪ সালে যৌথভাবে বিচ্ছেদের মামলা দায়ের করেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here