ভারতীয় দলের কোচ হবেন না গিলক্রিস্ট

0
385

ভারতীয় ক্রিকেট দলের স্থায়ী কোচ হিসেবে নিজকে দেখছেন না অস্ট্রেলিয়ান গ্রেট এডাম গিলক্রিস্ট। তবে যে কোনভাবেই আইপিএল-এ ফিরতে চান।
আইপিএলের সর্বশেষ ২০১৩ আসরে কিংস একাদশ পাঞ্জাবের কোচ ও খেলোয়াড়ের দ্বৈত ভূমিকা পালন করা গিলক্রিস্ট বলেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লীগের অভিজ্ঞতাটা বেশ উপভোগ করছেন তিনি।
গিলক্রিস্ট বলেন, ‘সার্বক্ষণিক কোচের দায়িত্ব পালন করা সম্ভব না-ও হতে পারে। আমি নিজকে স্থায়ী একজন কোচ হিসেবে বিবেচনা করছি না। তবে হতে পারে কোনভাবে আইপএলে যুক্ত হতে পারি।’
২০০৯ আসরে ডেকান চার্জার্সকে শিরোপা পাইয়ে দেয়া সাবেক এ উইকেটরক্ষক বলেন, ‘আমি নিজকে স্থায়ী কোচ হিসেবে দেখছি না এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তিবদ্ধ হলে সত্যিই আপনাকে পূর্ণ সময়ের প্রতিশ্রুতি দিতে হবে- যা খুবই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আমি যেকোন অবস্থাইে হোক আমি আইপিএলের সঙ্গে যুক্ত হতে চাই। আইপিএলে আমার অনেক সুখ-স্মৃতি আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here