আজহার-সঙ্গীতা রোমান্সে ঝড় উঠল সিনে দুনিয়ায় (ভিডিওসহ)

0
308

ক্রিকেটের পিচ থেকে ব্যক্তিগত জীবন সিলভার স্ক্রিনে ধরা পড়েছে কমপ্লিট প্যাকেজ অফ আজহার। পোস্টার, টিজার, ট্রেলারের পর এবার আজহার-সঙ্গীতার রোমান্সে মাতল সাইবার দুনিয়ে। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেল ‘আজহার’ ছবির প্রথম গান ‘বোল দো না জারা….’ গানটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত রোমান্সে অ্যান্ড রোমান্স। মেলোডিয়াস এই গানটি কম্পোজ করেছেন অমল মল্লিক এবং সুর দিয়েছেন আরমান মল্লিক। আজহার মানেই আর্বিভাবে সেঞ্চুরি, বোলারদের ত্রাস, কবজির মোচড়ে বল মাঠের বাইরে পার। তাঁর মাঠে টিকে থাকা মানেই সচল স্কোরবোর্ড। আজহার ফ্যানদের সেই দিনগুলি আরও একবার ফিরিয়ে দিতে চলেছে অ্যান্টোনি ডিসুজা। তবে শুধু ক্রিকেটার আজহার নয়, প্রেম-বিবাহ-বিচ্ছেদ ডিসুজার ক্যামেরায় ধরা পড়েছে আজহারের ব্যক্তিগত জীবনেরও ঝলক। সিনে আজহারের চরিত্রে এখানে অভিনয় করেছেন ইমরান খান। প্রথম স্ত্রী নৌরিনের ভূমিকায় প্রাচী দেশাই এবং সঙ্গীতার চরিত্রে নার্গিস। এ ছাড়া ছবিতে রয়েছেন লারা দত্ত, গৌতম গুলাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here