নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : শিল্পমন্ত্রী

0
250

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। যারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাদের মুখোশ উম্মোচিত হয়েছে। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
তিনি শুক্রবার ঝালকাঠির চাচৈর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজেং কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সদরদার মো. শাহ আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জাহাঙ্গীর ও রেজাউল কবির।
শিল্পমন্ত্রী বলেন, শুধু মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল তা নতুন প্রজন্মদের জানাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে।
বিকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করেন এবং নব গঠিত সদর উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here