বরিশাল প্রতিনিধি ॥ শনিবার সকালে পৃথক অভিযানে নগরীর তালতলী বাজার থেকে ২০ মণ জাটকা এবং নয়াভাঙ্গুলী নদী থেকে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ পাঁই জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
জানা গেছে, উভয় অভিযানের সময় জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক জাটকা বিভিন্ন এতিমখানায় ও পাঁইজাল জনসম্মুখে অগ্নিসংযোগ করে ভস্মিভূত করা হয়েছে।