প্রাথমিক ও গনশিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা বান্ধব সরকারের সফল প্রচেষ্টার কারনে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যাবস্থাকে এগিয়ে নিতে সর্বপ্রথম শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দিয়ে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। সর্বোপরি শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনা সরকারের অবদান বিশ্বে প্রসংশিত হয়েছে।
তিনি গতকাল শুক্রবার উপজেলার চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়াম ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শ.ম ইসকান্দরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি রাশেদ মনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যের উন্নয়ন সমন্ময়কারী জেলা আ.লীগ নেতা দেবব্রত দাশ, সাবেক চেয়ারম্যান শেখ নুরুল ঈমান চৌধুরী, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রতন কুমার দেব, চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আ.লীগ সভাপতি মৃদুল কান্তি নন্দী, সাধারন সম্পাদক সেলিম উদ্দিন, কোলাগাঁও ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. হারুন, সাধারন সম্পাদক আবু জাফর, উপজেলা আ.লীগ নেতা এম. এজাজ চৌধুরী, ফৌজুল কবির কুমার, আহমদ নুর, বদিউল আলম তুষার, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।