আগামী ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশ থাকবে। এ সময়ে আপিল বিভাগে মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিস্পত্তির জন্য বিচারপতি মো. নিজামুল হককে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
আগামী ১৮ ও ২৫ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক চেম্বার কোর্টে বেলা ১১ টা থেকে শুনানি গ্রহণ করবেন। সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত চেম্বার কোর্ট সংক্রান্ত প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত সুপ্রিমকোর্র্টের ওয়েবসাইটেও রয়েছে।
সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে জরুরী বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোটের্র হাইকোর্ট বিভাগে বেশ কটি অবকাশকালীন বেঞ্চ ও আপিলের জন্য চেম্বার কোর্ট থাকবে।