জি-৭ আউটরিচ মিটিংয়ে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন অ্যাবে

0
279

জি-৭ দেশসমূহের আউটরিচ মিটিংয়ে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী মাসে জাপানে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, আউটরিচ মিটিংয়ে যোগ দেয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
প্রেস সচিব জানান, বাংলাদেশ, লাও পিডিআর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি, শ্রীলংকা ও চাদ জি-৭ আউটরিচ মিটিংয়ে যোগ দেবে।
জাপানের জিজি প্রেস সূত্রে জানা যায়, জি-৭ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এই আউটরিচ মিটিংয়ে বাংলাদেশসহ ৭টি উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করবেন।
উন্নয়নশীল এই ৭ দেশের নেতৃবৃন্দ জি-৭ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রনেতা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা করবে। ২৬ ও ২৭ মে জি-৭ দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানী, ইটালী, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক শ্লথ অর্থনীতি, সন্ত্রাসবাদ, মানবিক সংকট ও চলমান সংঘাত নিয়ে আলোচনা করবে।
এছাড়া জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক, এডিবি ও আইএমএফ’র প্রেসিডেন্টগণ বৈঠকে যোগ দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here