এক যুগেরও বেশি সময় পর ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা হচ্ছে আজ। যদিও নতুন এ কমিটি ঘোষণার আগেই তা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ২০১২ সালের ২৭ ডিসেম্বর নগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও এত দিন কমিটি ঘোষণা হয়নি। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে তিন বছর মেয়াদি মহানগর কমিটির মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। সে হিসাবে নতুন কমিটির যাত্রা শুরু হতে যাচ্ছে মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন মাস পর। দলীয় সূত্রগুলো জানায়, সকাল ১১টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহানগরের নতুন কমিটি ঘোষণা করবেন। তবে আজই পূর্ণাঙ্গ কমিটি জানানো হচ্ছে না। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানানো হবে। ঢাকা মহানগর দক্ষিণে আবুল হাসনাত সভাপতি ও শাহে আলম মুরাদ সাধারণ সম্পাদক এবং উত্তরে এ কে এম রহমতউল্লাহ সভাপতি ও সাদেক খান সাধারণ সম্পাদক পদ পেতে যাচ্ছেন। আবুল হাসনাত লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও শাহে আলম মুরাদ বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। আর উত্তরের সভাপতি রহমতউল্লাহ বর্তমান কমিটির সহসভাপতি ও সাদেক খান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া আজ নগরীর অধীন থানা কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা হবে। জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠনে সমন্বয়কের দায়িত্ব পালনকারী ড. আব্দুর রাজ্জাক বলেন, কমিটি ঘোষণা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে পূর্ণাঙ্গ কমিটি বোধ হয় ঘোষণা হবে না। দলীয় সূত্রগুলো জানায়, শেষ পর্যন্ত মহানগরে নিজের একক আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হয়েছেন নগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দলের নীতিনির্ধারণী পর্যায়ে কয়েক দফা বৈঠক করে মহানগর কমিটিতে থাকার আগ্রহের কথা জানালেও তাঁকে প্রত্যক্ষ নেতৃত্বে রাখা হচ্ছে না। নগর কমিটিতে থাকার আগ্রহ জানিয়েও সফল হননি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সূত্রগুলো জানায়, সর্বশেষ ২০০৩ সালে গঠন হওয়া অবিভক্ত ঢাকা মহানগর কমিটির বেশির ভাগ জ্যেষ্ঠ নেতাই নতুন কমিটিতে বাদ পড়েছেন। বিভিন্ন থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা এ কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উত্তরের কমিটিতে সিনিয়র সহসভাপতি পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।