‘তনু হত্যারহস্য দ্রুত উদঘাটিত হবে’

0
257

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় তদন্তে দিনরাত কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত কাজ করে তদন্ত সহায়ক দলটি। কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় কুমিল্লা পুলিশ ভবনের তৃতীয় তলায় সিআইডি কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১২টায় তদন্ত দলের প্রধান সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ জানান, আমরা জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত করছি। আশা করছি সত্ত্বর রহস্য উদঘাটিত হবে। তিনি জানান, তদন্তের প্রয়োজনে যেখানে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করছি। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ঘটনায় সত্ত্বর রহস্য উদঘাটিত হবে। গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে তনুর মৃতদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন তনুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ৩১ মার্চ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তারাই তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here