প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতাকারীদের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আজকালতো বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই একদল নেমে যায় আন্দোলনের নামে, পরিবেশ রক্ষার নামে। উদ্ভট উদ্ভট চিন্তা। অথচ এই বিদ্যুৎকেন্দ্রের যে ছাইটা থাকে এটা কিন্তু আমাদের সিমেন্ট কারখানায় ব্যবহার হয়। দিনাজপুরে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময়েও বাধা এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তখন বলা হয়েছিল এই বিদ্যুৎকেন্দ্র হলে সেখানে এসিড বৃষ্টি হবে, শস্য আবাদ করা যাবে না। কিন্তু সেখানে এমন কিছুই হয়নি। সারা পৃথিবীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। তারপরও এ ধরণের উদ্ভট কথা বলে অযথা কতগুলো মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো। ঢাকার অদূরে কেরানীগঞ্জে একটি কারাগার উদ্বোধন করতে গিয়ে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হাসিনা মূলত চট্টগ্রামের বাঁশখালীতে একটি বেসরকারি খাতের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশেই এসব কথা বলেন। গত সপ্তাহে ওই আন্দোলন সহিংস আকার ধারণ করে এবং পক্ষে-বিপক্ষের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশও এতে হস্তক্ষেপ করে যার অবসান হয় চারজনের মৃত্যুর মধ্যে দিয়ে। ওই ঘটনার পরও গতকাল পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছিল গ্রামবাসী। কিন্তু গতকাল রাতে আন্দোলনকারীদের নেতা লিয়াকত আলী বিবিসি বাংলাকে বলেন, সরকারের কাছ থেকে কিছু আশ্বাস পাওয়ার পর তারা পনেরো দিনের জন্য আন্দোলন স্থগিত রেখেছেন।