মেহেরপুর প্রতিনিধি :
দুরপাল্লার পরিবহন ঢাকা থেকে মেহেরপুরে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস পথের মাঝে বিভিন্ন স্থানে যাত্রি তোলার অপরাধে বাসের সুপার ভাইজার রাশেদুল ইসলামকে তিন দিনের জেল দিয়েছে নির্বাহী ম্যাজিসেট্রট শুভ্রা দাসের ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দিয়ে তা প্রত্যাহার করে নিয়েছে জেলা মটোর শ্রমিক ইউনিয়ন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস জানান, তিনি শনিবার বিকাল তিনটায় জে আর পরিবহনের বাসে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে রওনা হন। ফেরিঘাটের পর থেকে বাসের সুপার ভাইজার বিভিন্ন স্থান থেকে যাত্রি তোলা শুরু করে। যাত্রিরা সহ তিনি বার বার বারণ কার পরেও সুপার ভাইজার যাত্রিসহ তার সাথে অশালীন আচরণ করে। বাসটি মেহেরপুরের সাড়ে দশটার দিকে পৌঁছালে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে ভোক্তা অধিকার আইনে সুপার ভাইজারকে তিনদিনের জেল দেয়া হয়েছে।
এই ঘটনার প্রিিতবাদ জানিয়ে রাতেই মেহেরপুর জেলা মটোর শ্রমিক ইউনিযনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ শ্রমিকরা হোটেল বাজার মোড়ে সমবেত হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে অনিদৃষ্টকালের জন্য বাসধর্মঘটের ডাক দেয়। আজ রবিবার সকালে মটোর শ্রমিক ইউনিয়নের পক্ষে বাস ধর্মঘট প্রত্যাহারের মাইকিং করা হয়।