সম্প্রতি বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা শাহনূর মানিট্রান্সফার কম্পানি রিয়া’র আমন্ত্রণে লন্ডন-রোম ঘুরে গেলেন। একটি সাক্ষাৎকারে শাহনূর জানান, বেশ কিছুদিন ধরেই রিয়া ইতালিয়া আমার সাথে যোগাযোগ করে আসছিল, অবশেষে গত মাসের ১০ তারিখে লন্ডন-রোমে ফটো সেশনে অংশ নেই। আগামীতে মানিট্রান্সফার কম্পানি রিয়া’র প্রিন্ট এবং বিভিন্ন প্রচারে দেখা যাবে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী শাহনূরকে। শাহনূর বলেন, ”রিয়া’র একটি ফটোশুট করতেই মূলত লন্ডন-রোম আসা। আসার পর বেশ কয়েকটি শো’র অফার ছিল কিন্তু কাজ শেষ করে একেবারে নিজের মতোই করেই কাটাতে চেয়েছি। বিদেশে আসলে কালচারাল প্রোগ্রাম বা কাজের জন্যই আসা হয় আর শো শেষ করেই আবার চলে যাই। এবার একেবারে নিজের মতো করে বেশ কিছু সময় কাটানোর সুযোগ ছিল, তাই লন্ডন-রোমে ইচ্ছেমতো ঘুরাঘুরি আর দারুণ সময় এনজয় করেছি।” চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে চলচ্চিত্র নায়কা শাহনূর বরেন, অবশ্যই সকলে ভালো করছে এবং নতুনরাও তাদের চেষ্টার সঠিক পুরস্কার পাচ্ছে। শাহনূর বলেন, ”আমি সব সময়ই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চেয়েছি। যারা আমাকে নিয়ে কাজ করছেন তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ। দর্শকের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতে আরও ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই।”