সিম নিবন্ধনে টাকা চাইলে থানায় দিন: তারানা হা‌লিম

0
283

সিম নিবন্ধনে রিটেইলররা গ্রাহকদের কাছে টাকা চাইলে তাকে ধরে থানায় দেওয়ার কথা বলেছেন ডাক ও টে‌লিযোগাযোগ প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। এছাড়া চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক পদ্ধ‌তিতে সিম নিবন্ধন কাজ শেষ করতে বলেছেন প্রতিমন্ত্রী।

বায়োমেট্রিক পদ্ধ‌তিতে  সিম নিবন্ধনে উদ্বুদ্ধ করতে ‌আজ রবিবার বাংলা‌লিংকের আয়োজনে র‌্যালি শেষে জাতীয় প্রেসক্লাবে সাংবা‌দিক‌দের একথা জানান প্র‌তিমন্ত্রী। তিনি বলেছেন, সিম নিবন্ধনের জন্য কেউ টাকা চাইলে তাকে থানায় ধরে দেবেন। আর বি‌টিআরর‌সির ২৮৭২ নম্বরে কল করে জানাতে বলেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here