স্যান্ডার্সের কাছে ফের হার হিলারির

0
281

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় ফ্রন্টরানার হিলারি ক্লিনটনের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছেন দলের আরেক প্রার্থী ভেরমোন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স। গতকাল  শনিবার ওমিংয়ে অনুষ্ঠিত প্রাইমারিতে হিলারিকে হারান স্যান্ডার্স। এর ফলে গত ৮টি প্রাইমারির মধ্যে ৭টিতেই জয় পেলেন ভেরমোন্টের এই সিনেটর। এ জয়ের ফলে হিলারির নিজ নির্বাচনী এলাকা নিউইয়র্ক প্রাইমারিতে বড় প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আগামী ১৯ এপ্রিল এখানে প্রাইমারি অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক প্রাইমারিতে মোট ডেলিগেটের সংখ্যা ২৯১টি যা দলীয় মনোনয়ন পেতে প্রয়োজনীয় ২,৩৮৩ ডেলিগেটের শতকরা ১০ ভাগের বেশি। তাই গুরুত্বপূর্ণ এই প্রাইমারিতে জয় পেতে মরিয়া হিলারি ও স্যান্ডার্স উভয়েই। গতকাল শনিবার নিউইয়র্কে নির্বাচনী সমাবেশ করেছেন দুজনেই। স্যান্ডার্সের প্রচারাভিযানে যোগ দেন তার স্ত্রী জেইন স্যান্ডার্সও। গত সাতটি রাজ্যের প্রাইমারিতে জয় পেলেও ডেলিগেট প্রাপ্তির দিক দিয়ে স্যান্ডার্সের চেয়ে এগিয়ে আছেন হিলারি। প্লেজড ডেলিগেটদের দিক দিয়ে হিলারির চেয়ে ২৫০ ভোটে পিছিয়ে আছেন তিনি। রাজ্য পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অর্থাৎ প্রাইমারি ও ককাসের ফলাফলের উপর ভিত্তি করে প্রার্থীদের এ ডেলিগেট সংখ্যা প্রদান করা হয়। এর সঙ্গে সুপারডেলিগেট সংখ্যা যোগ করলে হিলারি ও স্যান্ডার্সের মধ্যকার ডেলিগেট প্রাপ্তির পার্থক্য অারো বেড়ে যায় কারণ সুপারডেলিগেটস ও ডেমোক্রেট দলীয় শীর্ষ নেতারাই আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় দলীয় কনভেনশনে চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী বেছে নিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here