চলতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬২ দশমিক ০৩ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ৫০ শতাংশ। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৬ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদসচিব বলেন, আমরা যদি ২০১৫ ও ২০১৬ সালের একই সময়ের চিত্র (মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন) বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ২০১৬ তে মন্ত্রিসভার পারফরমেন্স অনেক বেটার। তিনি বলেন, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৩টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৭৯টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৪৯টি, বাস্তবায়নের হার ৬২ দশমিক ০৩ শতাংশ। ৩০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। অপরদিকে গত বছরের একই সময়েও ১৩টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৬টি। এর মধ্যে ৩৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। বাস্তবায়নের হার ছিল ৫৫ শতাংশ। শফিউল আলম আরো বলেন, গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল ৩টি, ৫টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ৯টি। গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে ২টি। চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে ৩টি। এ সময়ে সংসদে ৩টি আইন পাস হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদসচিব।