ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ চালুর দাবি জানিয়েছে ‘ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘর’ এবং ‘ভাষা আন্দোলন স্মৃতি পরিষদ’। রোববার বিকেলে ঐ সংগঠনের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে এ সংক্রান্ত এক স্মারকলিপি প্রদান করে। এ সময় ভাষাসংগ্রামী বিচারপতি কাজী ওবাদুল হক, ভাষাসংগ্রামী ড. জসীম উদ্দিন আহমদ, ভাষাসংগ্রামী অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, ভাষাসংগ্রামী সাবির আহমদ চৌধুরী, ভাষাসৈনিক রেজাউল করিম, ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক ও ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি এম আর মাহবুব, পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মুক্তাদীর প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভাষাসংগ্রামীদের স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বস্তরে বাংলা প্রচলনে অনেক এগিয়ে আছে। আপনাদের প্রস্তাব অনুসরণ করার চেষ্টা করব আমরা।