মানুষ দুঃশাসনের বিরুদ্ধে লড়ছে : ফখরুল

0
240

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশের মানুষ দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছে, যেমন করেছিল পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। আমরা এ সরকারের দুশাসনের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করব।   বর্তমান সরকার ক্ষমতার দাম্ভিকতায় ভুগছেন এমন মন্তব্য করে ফখরুল বলেন, কারো সমালোচনা সরকার সহ্য করতে পারে না। একইভাবে কারো কথাও আমলে নেয় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যর মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। সরকার তাতে কর্ণপাত করেননি। তাই আমি সরকারের প্রতি আবার আহ্বান জানাবো আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করুন।   বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে। ৭২ সালে চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। এখন আবার আওয়ামী লীগ সরকার একে একে টিভি ও পত্রিকা বন্ধ করে দিচ্ছে। কারো কথা বলার সুযোগ নেই।   ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসূফ হায়দার, ডা. জাফর উল্লাহ চৌধুরী, ডা. জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার আ ন ম আখতার হোসেন, শিক্ষক নেতা অধ্যাপক সেলিম ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার, এম আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here