মুম্বাই ইন্ডিয়ান্স জিতলে নগ্ন ছবি পোষ্ট দিবেন আরশি!

0
248

আইপিএল নিয়ে নগ্ন ছবি পোষ্ট করার ঘোষনা দিলেন আরশি খান।

নিজেকে আফ্রিদির গার্লফ্রেন্ড দাবি করা আরশির এবারের ঘোষণা, আইপিএল নাইনে মুম্বাই ইন্ডিয়ান্স যতবার জিতবে ততবার তিনি নগ্ন অবস্থায় ছবি পোস্ট করবেন সোশ্যাল মিডিয়ায়।

এর আগে আফ্রিদির সঙ্গে দুবাইয়ের হোটেলে তিনি অনেক রাত যৌনতায় কাটিয়েছেন বলে খবরে এসেছিলেন এই বিতর্কিত মডেল। এরপর আফ্রিদিকে নিয়ে একের পর এক বোমা ফাটাতে থাকেন এই মডেল।

টি২০ বিশ্বকাপ চলার সময় তো আরশি দাবি করেছিলেন, তিনি নাকি আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন। পরে অবশ্য সে খবর অস্বীকার করেন তিনি।

টি২০ বিশ্বকাপে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে আরশি বলেছিলেন, ধোনিরা জিতলে তিনি পিছনে নগ্ন হয়ে ছবি দেবেন, আর আফ্রিদিরা জিতলে সামনে থেকে দাঁড়িয়ে নগ্ন অবস্থার ছবি আপলোড করবেন।

ভারত সেই ম্যাচে জিতেছিল, আরশি কথা রেখেছিলেন। টি২০ বিশ্বকাপে অনেক সস্তা প্রচার পাওয়ার পর এবার আইপিএলেও সেই রেশ বজায় রেখে নগ্নতার ঘোষণা দিলেন আরশি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here