৭ শতক পর হিরোশিমা জাদুঘর পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

0
368

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরি আজ সোমবার জাপানের হিরোশিমা পারমাণবিক বোমা জাদুঘর পরিদর্শন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট শহরটির উপর যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় নিহতদের স্মরণে এটি নির্মাণ করা হয়। এ ঘটনায় নিহতদের স্মরণ করতে এই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাদুঘরটি পরিদর্শন করলেন। তাও আবার সংঘটিত হলো ঘটনার সাত দশক পর। তবে বোমা হামলার ঘটনায় দেশটির তরফে জাপানের কাছে কোনো রকম দুঃখ প্রকাশ করেননি মি. কেরি। খবর রয়টার্সের জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর হিরোশিমায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭’র পররাষ্টমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর এক ফাঁকেই আজ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা হিরোশিমা জাদুঘরটি পরিদর্শন করেন। ফ্রান্স ও ব্রিটেনের পক্ষ থেকেও দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা এই প্রথম হিরোশিমার নিহতদের স্মরণে সেখানে স্থাপিত স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন। এদিকে, জন কেরির সফরের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও আগামী মাসে হিরোশিমা জাদুঘরটি পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, হিরোশিমা ও নাগাসাকিকে যুক্তরাষ্ট্রের পারমাণব্কি বোমা হামলায় কমপক্ষে ১ লাখ ২৯ হাজার লোকের প্রাণহানি হয়। এছাড়া পঙ্গু ও আহত হয়েছেন আরো প্রায় কয়েক হাজার জাপানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here