বাঁশখালির ঘটনায় বিএনপি নেতাদের ইন্ধন ছিল: হাছান মাহমুদ

0
234

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাঁশখালির ঘটনার সাথে স্থানীয় বিএনপি নেতারা জড়িত। এ ঘটনায় তাদের ইন্ধন ছিল।
তিনি বলেন, বাঁশখালিতে সাধারণ মানুষকে স্থানীয় বিএনপি নেতারা ভুল বুঝিয়ে প্রশাসনের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে।
হাছান মাহমুদ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি উন্নয়নের মূলনীতি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিমসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলন, দেশের উন্নয়ন করতে গেলে বিএনপি-জামায়াত জোট বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায়। উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন কথা বলে। আসলে তারা দেশের উন্নয়ন চায়না। দেশের মানুষ ভাল থাকলে তাদের ভাল লাগে না।
বাঁশখালির ঘটনার সাথে জড়িতদের এবং ইন্ধনদাতাদের খুঁজে বের করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি তিনি আহবান জানান। তিনি বলেন, যারা এই ঘটনায় ইন্ধন দিয়েছে, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। যাতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here