বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রিয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হওয়ায় তৌফিক হাসান ময়নাকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন গীতিকা ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। সোমবার রাতে বগুড়া শহরের সাতমাথায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বিএফইউজের সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্ উল আলম জয়। প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, ইয়্যুথ কয়্যার সম্পাদক তৌফিকুল আলম টিপু, অধ্যক্ষ সুলতানা পারভীন শ্রাবণী, কাহালু ইউসিসিএ লি: চেয়ারম্যান কামাল উদ্দিন কবিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সা: সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, সাদেকুর রহমান সুজন। সংবর্ধিত তৌফিক হাসান ময়নার কর্মময় জীবনীর উপর অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ছড়াকার সালাহ্ উদ্দিন তালুকদার তরু। আলোচনা শেষে সংগঠনেরর পরিচালক রেজোয়ানুল ইসলাম ও সমন্বয়কারী সাজেদুর রহমান সিজু বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়নাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এছাড়া কেন্দ্রিয় সদস্য আব্দুল হান্নানকেও সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রদান শেষে সংবর্ধিত তৌফিক হাসান ময়না এসময় বলেন, বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে আরো ভূমিকা রাখতে চাই। দেশের নাট্য আন্দোলনকে আরো ছড়িয়ে দিতে সকললের সহযোগিতা কামনা করেন।