দুই ফ্যাকাল্টির ছাত্রদের সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ সন্ধ্যার আগে ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগেরে নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই ফ্যাকাল্টির ছাত্রদের মধ্যে সোমবার বিকালে এবং আজ সকালে দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানান, বড় ধরনের সংঘর্ষ এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।