‘দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে উচ্চ শিক্ষার পথ প্রশস্ত করতে হবে’

0
340

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে উচ্চ শিক্ষার পথ প্রশস্ত করতে হবে। তিনি বলেন, তাদের অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় তাদের সম্পৃক্ত করতে হবে। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে বৃটিশ কাউন্সিলকে বেশী বেশী সুযোগ প্রদানের আহবান জানান । স্পিকার আজ বৃটিশ কাউন্সিল অডিটোরিয়ামে প্রথমবারের মত বৃটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত আইইএলটিএস বৃত্তি ২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন। স্পিকার বলেন, শিক্ষিত জাতি বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। উচ্চ শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন তা অনেক অভিভাবকের পক্ষে বহন করা সম্ভব নয়। বৃটিশ কাউন্সিল মেধাবীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করেছে। স্পিকার বলেন, বৃটিশ কাউন্সিল শিক্ষা জগতে একটি অতি পরিচিত নাম এবং এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী উচ্চ শিক্ষা গ্রহণের পথ সুগম হচ্ছে। তিনি আইইএলটিএস বৃত্তি ২০১৫ এ বৃত্তি প্রাপ্ত ৪ জনই নারী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এটি বাংলাদেশের নারী অগ্রগতির উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করেন। বৃটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেস ডেভলপমেন্টের প্রধান কফিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বৃটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম, পরিচালক (পরীক্ষা) দীপ অধিকারী এবং উপ পরীক্ষা ম্যানেজার নাসরিন সুলতানা বক্তৃতা করেন। মোট ৪ জন আইইএলটিএস বৃত্তি ২০১৫ প্রাপ্তরা হলেন আদিনা জেরিন খান, সুআইবা আমিনা সালাউদ্দিন, দিপীকা দেব দীপা এবং তাসনিম খন্দকার। তারা প্রধান অতিথির নিকট থেকে বৃত্তির চেক গ্রহণ করেন। তারা উচ্চ শিক্ষার জন্য কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গমণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here