সচেতনতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার রোগ প্রতিরোধ করতে হবে :প্যানেল মেয়র হাসনি

0
297

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
জেনুইন ক্যান্সার হাসপাতালের উদ্যোগে ক্যান্সার রোগ প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক সেমিনার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ এম এ তাহের জামান এর সভাপতিত্বে অক্সিজেনস্থ হাসপাতাল কার্যালয়ে গত ৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি ডা. রবিউল কবির, সাধারণ সম্পাদক ডা. রতন কুমার নাথ, বায়েজিদ শাখার সভাপতি অধ্যাপক আমির হোসেন, সাধারণ সম্পাদক ডা. শিমুল কান্তি দাশ, মানবাধিকার নেতা সেলিম হোসেন, ডা. রেজাউল কবির, ডা. নুরুল আবছার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ক্যান্সার একটি দূরারোগ্য রোগ। এই রোগ প্রতিরোধে ক্যান্সারে আক্রান্ত হওয়ার শুরুতে চিকিৎসা সেবা গ্রহণ করা দরকার। বক্তারা বলেন ক্যান্সার হওয়ার বিভিন্ন উপক্রামের বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধের প্রতিকার বিষয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে সচেতনতামূলক সেমিনার ও সভা করতে হবে। এই হাসপাতালের উন্নয়নে এবং ক্যান্সার রোগ প্রতিরোধে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here