বিশ্বের শত শত প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকির তথ্য ফাঁস হওয়ার পর পানামা পেপার্স নামে পরিচিত লাভ করা পানামার ল’ফার্ম ‘মোসাক ফনসেকার’ প্রধান কার্যালয়ে দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অভিযান শেষ হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। মোস্যাক ফনসেকার সদর দফতরে অভিযানের পর পানামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমে এই ল’ ফার্মের ‘অবৈধ কর্মকাণ্ডের’ যেসব খবর এসেছে, সে বিষয়ে তথ্যপ্রমাণ খুঁজতেই মঙ্গলবার তারা তল্লাশি চালিয়েছেন। সদর দফতর ছাড়াও মোস্যাক ফনসেকার সহযোগী কয়েকটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। খবরে আরও বলা হয়, মোস্যাক ফনসেকার নথি ফাঁসের পর পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা প্রতিশ্রুতি দিয়েছিলেন, পানামা পেপার্স বিশ্বের শত শত মানুষের অর্থ পাচারের যে নথি ফাঁস করেছে এ বিষয়ে তার দেশ অন্য দেশগুলোর সঙ্গে মিলে অফশোর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা উন্নয়নে কাজ করবে। ধারণা করা হচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি অনুযায়ী মোস্যাক ফনসেকার প্রধান কার্যালয়ের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।