বরিশাল প্রতিনিধি ॥ হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে শষ্যাশয়ী দম্পত্তিকে হামলাকারীরা হাসপাতাল ত্যাগের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের।
বুধবার দুপুরে ওই গ্রামের মৃত সোনামদ্দিন সরদারের পুত্র মোবারেক হোসেন অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে তার বড়ভাই আব্দুল খালেক ও ছোট ভাই শামীম হোসেনের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। পূর্ববিরোধের জেরধরে গত ৯ এপ্রিল রাতে ওই দু’ভাই ও তাদের ভাড়াটিয়া লোকজনে তাকে (মোবারেক) ও তার স্ত্রী রিনা বেগমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের দু’জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর হামলাকারীরা তাদের হাসপাতাল ত্যাগের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন।