অনন্য সব বৈশিষ্ট্য নিয়ে আসছে এইচটিসি ১০

0
313

এইচটিসি তাদের সর্বসাম্প্রতিক স্মার্টফোনের পরিচয় ঘটিয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এইচটিসি ১০ মডেলটি এখন বিশেষজ্ঞদের নজরে। তাইওয়ানের স্মার্টফোনসহ অন্যান্য বিভিন্ন প্রযুক্তি পণ্য নির্মাতা এর ডিজাইনে বাড়তি কিছু যোগ করেছে বলে জানায়। ৫.২ ইঞ্চির গরিলা গ্লাস পর্দাটি আইফোন ৬এস-এর পর্দাটির চেয়ে একটু ছোট। এইচটিসি ১০ ফোনের দুই পাশেই ডুয়াল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস) দেওয়া হয়েছে, যা এই প্রথম বলে জানানো হয়। পেছনের ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল যাতে আল্ট্রাপিক্সেল টেকনলজি দেওয়া হয়েছে। সামনেরটি ৫০ মেগাপিক্সেলের। ক্যামেরাটি চালু হতে ০.৬ সেকেন্ড সময় ব্যয় করবে। তোলা যাবে আল্ট্রা সেলফি। অডিও ও ভিডিও’র জন্যে রয়েছে বাড়তি আকর্ষণ। ৪কে ভিডিও তোলা যাবে যার মাধ্যমে পৃথিবীর প্রথম ২৪ বিট হাই রেজ্যুলেশন অডিও রেকর্ড করা যাবে। এ ছাড়া পারসোনাল অডিও প্রোফাইল সিস্টেম রাখা হয়েছে এতে। একে চরম টেকসই বলে প্রচার করা হচ্ছে। চরম তাপমাত্রা এবং ১০ হাজার বার ওপর থেকে ফেলে একে পরীক্ষা করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে এতে। আনলক সংস্করণটির দাম পড়বে ৬৯৯ ডলার। সূত্র : ফক্স নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here