জানমালের নিরাপত্তার জন্য পুলিশ গুলি করছে: সিইসি

0
317

জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্যই বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলাবাহিনী গুলি করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলযোগ ও সহিংসতা রোধে করণীয় নির্ধারণে আইন- শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, যেখানে সিচুয়েশন আউট অব কন্ট্রোলে চলে যাচ্ছে সেখানে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা বড় বড় রামদা নিয়ে এসে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালাচ্ছে। সেখানে গুলির নির্দেশ না দিলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন গোলযোগের বিষয়ে মামলা হয়েছে। সেখানে কে কাকে মেরেছে সে বিষয়ে আদালতে প্রমাণিত হওয়ার বিষয় রয়েছে। আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১১টায় ইসির সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি ও কোস্টগার্ড প্রধানদের এই বৈঠকে ডাকা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here