‘শঙ্খচিল’ নিয়ে ঢাকায় প্রসেনজিৎ

0
249

পয়লা বৈশাখে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি ও কুসুম শিকদার অভিনীত চলচ্চিত্র ‘শঙ্খচিল’। এজন্য মঙ্গলবার সকালে ঢাকা এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। এরপর দুপুরে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত শঙ্খচিল ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত চলচ্চিতা নির্মাতা গৌতম ঘোষ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান, ফরিদুর রেজা সাগর, প্রসেনজিৎ চ্যাটার্জি ও মৌ রায় চৌধুরী। শঙ্খচিলে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। আর তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অনুম রহমান খান। এছাড়া ছবিটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন— মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here