নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

0
210

বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন জনগণের পক্ষ থেকে জানানো হয়েছে এ শুভেচ্ছা। জন কেরি তার বার্তায় বলেন, ‘পহেলা বৈশাখ’ হিসেবে পরিচিত বাংলা নববর্ষ হচ্ছে নতুন করে কিছু শুরু করার সময় এবং নতুন করে মিলিত হওয়ার সমসয়। কেরির পক্ষ থেকে দেয়া বার্তায় বলা হয়, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন জনগণের পক্ষ থেকে সব জায়াগায় অবস্থানরত বাঙালিদের একটি সুখী ও সমৃদ্ধ নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। আমরা প্রত্যাশা ও আশাবাদ নিয়ে নতুন বছর শুরু করছি। শুভ নববর্ষ।’ এতে আরো বলা হয়, ‘বাংলা নববর্ষ উদযাপনে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গার বাঙালিদের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত।’   বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের অবদানের কথা তুলে ধরে জন কেরি বলেন, ‘বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন-বাঙালি অবদানের স্বীকৃতি দিতে মার্কিনিদের জন্য এটা একটা সুযোগের দিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here