মৃদু মেঘলা আবহাওয়ায় পালিত হচ্ছে নববর্ষের নানা অনুষ্ঠান

0
235

আজ পয়লা বৈশাখ রাজধানীর রাজপথে অন্যান্য দিনের চেয়ে গরম কম। সকালে মৃদু মেঘলা ভাব ছিল। ফুরফুরে বাতাসও বয়ে গেছে। এতে ভ্যাপসা ভাবটা কমে যাওয়ায় রাজধানীর মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকালের চেয়ে আজ বৃহস্পতিবার সকালে তাপমাত্রা খানিকটা কম ছিল। রাজধানী ঢাকায় গতকাল বুধবার সকাল নয়টায় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি। এক ঘণ্টা পর আজ সকাল ১০টার দিকে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বেড়ে যাবে এবং তা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গরম যা-ই থাকুক না কেন, সিলেট বেশ বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টার হিসাবে আজ সকাল ছয়টার দিকে এখানে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার। আগের দিন এর পরিমাণ ছিল ১৫ মিলিমিটার। সিলেটের বৃষ্টি প্রভাব ঢাকা বিভাগেও পড়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকাল নয়টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্য স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অবশ্য তাপপ্রবাহ আরও আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, সিলেটে বৃষ্টি হচ্ছে। এ ছাড়া দখিনা বাতাস বইছে। এর সঙ্গে দক্ষিণ দিক থেকে মেঘও আসছে। সব মিলিয়ে বৃষ্টির একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে এই বৃষ্টি হতে পারে। নববর্ষে রাজধানীজুড়ে যত আয়োজন পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলার পাশাপাশি ঢাকার বিভিন্ন খেলার মাঠ ও ক্যাম্পাসে গান পরিবেশন করছেন জনপ্রিয় শিল্পীরা। কনসার্টের আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি বড় মাঠে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এবং বৈশাখী টেলিভিশন ও ক্লাব ইলেভেন ইনসেপশন বৈশাখী কনসার্টের আয়োজন করেছে ধানমন্ডির শেখ জামাল মাঠে। এতে সকাল থেকে বিকেল পর্যন্ত গান পরিবেশনের কথা জেমস, শিরোনামহীন, ভাইকিংস, ফকির শাহাবুদ্দিন, শফি মণ্ডল, দিঠি, আশিক, রন্টি দাস, শাহীন, মনিরসহ এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের। কনসার্টটি সরাসরি সম্প্রচার করছে বৈশাখী টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘মোজো বৈশাখী কনসার্ট লাইভ’ সকাল আটটা থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে বাংলাভিশনে। এই কনসার্টে গান করবেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হৃদয় খান, মিলা, চিরকুট, ইনসাইড ইউ। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ধানমন্ডির আবাহনী মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ‘মাছরাঙার কনসার্ট’। কনসার্টে গান করবে এলআরবি, ফিডব্যাক ও দলছুট। আরও থাকবে বাউল এক্সপ্রেসের গান। এ ছাড়া রাজধানীর রমনার জামতলা থেকে সকাল সাড়ে নয়টায় প্রচারিত হচ্ছে ‘বৈশাখী উৎসব’। এখানে গান করার কথা জেমস, সোলস ও ফিডব্যাকের। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। প্রতিবছরের মতো এবারও রাজধানীর রমনার বটমূলে নতুন বছরকে বরণ করেছে ছায়ানট। সকাল সোয়া ছয়টা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। চ্যানেল আই ও সুরের ধারা যৌথভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সহস্র কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এতে সুরের ধারার নিয়মিত শিল্পী ছাড়াও বরেণ্য শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরান ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা মহাকবি কালিদাস রচিত ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটকটি মঞ্চস্থ করবে কেন্দ্রীয় মিলনায়তনে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর নববর্ষের আয়োজনে গাইছেন ফকির আলমগীর। ছবি: আবদুস সালামসকাল নয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। এতে নৃত্য পরিবেশন করেন নৃত্যজন ও নটরাজ। সাংস্কৃতিক পরিবেশনা করে মৈত্রী শিশুদল, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, ছোলামাইদ উচ্চবিদ্যালয় এবং বাউলগান পরিবেশন করেন বাউল সোনিয়া ও তাঁর দল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাস থেকে সকাল আটটায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিসিক ও বাংলা একাডেমি আয়োজিত বৈশাখী মেলা ১৪২৩ উদ্বোধন করা হবে বেলা ৩টা ৪৫ মিনিটে। সন্ধ্যায় আয়োজিত হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। নিউ ইস্কাটনের গ্র্যান্ড টেরাস হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা আয়োজন করেছেন বর্ষবরণের নানা অনুষ্ঠানের। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অনুষ্ঠান চলছে। হিন্দোল সংগীত একাডেমি বেইলি রোডের সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বেলা তিনটায়। ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন। এটি শুরু হয়েছে সকাল নয়টায় এবং চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। নজরুল ইনস্টিটিউট নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজন করেছে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধানমন্ডির কবি ভবনে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির। দিনব্যাপী গুলশানের সাউথ পার্কে (ড. ফজলে রাব্বি পার্ক) নববর্ষ উদ্‌যাপনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল আটটা থেকেই ধানমন্ডি লেকের পাড়ে (৩ নম্বর সেক্টর, ১২ /এ রোড-সংলগ্ন) ‘এসো হে বৈশাখ’ শিরোনামে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করে সারগাম ললিতকলা একাডেমি। ঝলক সমাজকল্যাণ সংসদ বেলা সাড়ে ১১টা থেকে বাসাবো বটতলায় আয়োজন করে নানা ধরনের অনুষ্ঠানের। বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি বিকেল সাড়ে চারটায় আছে সাংস্কৃতিক পরিবেশনা। মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ-সংলগ্ন বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট ক্যাম্পাসে নববর্ষ উদযাপন করা হবে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল সোয়া চারটায়। পয়লা বৈশাখে বনানী গুলশানের বিভিন্ন ফুডকোর্টের পাশাপাশি হোটেল সোনারগাঁও, রেডিসন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সিসহ হোটেল-রেস্টুরেন্টগুলোর উদ্যোগেও উদযাপিত হচ্ছে নতুন বছরের উৎসব। এ ছাড়া ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, উত্তরা ক্লাবের উদ্যোগে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। ঢাকার অদূরে থিমপার্কগুলোতেও করা হয়েছে নানা বৈশাখী আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here