ক্যামেরার সামনে দাঁড়াতে যত ভয় টেন্ডুলকারের!

0
277

সব সময় ক্যামেরার ফ্রেমের মধ্যেই ছিলেন শচীন টেন্ডুলকার। তিনি খেলেছেন। ক্যামেরা বন্দি করেছে। কিন্তু এই ক্যামেরা যে এত ভয়ের জিনিশ আগে বোঝেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান! তার ক্যাছে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলারকে খেলে রান করাই সহজ মনে হয়! এমন অনুভূতি টেন্ডুলকারের হয়েছে তার বায়োপিক ‘শচীন : এ বিলিয়ন ড্রিম’ এর জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে। ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। “অনেক বছর ধরে আমি যা করতে চেয়েছি করেছি আর ক্যামেরা তা বন্দি করেছে। হঠাৎই ক্যামেরায় ধারণ করার জন্য আমাকে নির্দিষ্ট কিছু বিষয় করতে বলা হলো। এটা আমার জন্য ভিন্ন ছিল। বিশ্বাস করুণ, প্রথম ব্যাপারটিই ভালো ছিল-” মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে বললেন টেন্ডুলকার। বৃটিশ পরিচালক জেমস এর্সকিনের পরিচালনায় হচ্ছে বায়োপিকটি। সেটার টিজারেও টেন্ডুলকারকে দেখা গেছে। ফিল্ম মুক্তি পেলে বোঝা যাবে আর কি কি করতে হয়েছে তাকে। জীবনের চেয়ে বড় তার ক্রিকেট ক্যারিয়ার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান, ম্যাচ, সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। মুভির বিশালতাও তাই সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার কথা। আর সেখানে স্বয়ং টেন্ডুলকারের উপস্থিতি না থাকলে নয়। কিছু ব্যাপারে ক্যামেরার সামনে অভিনয় করতে হয়। টেন্ডুলকারেরর তা করতে গিয়ে যা মনে হয়েছে তা শুনুন তাঁর কণ্ঠেই, “অভিনয় করাটা কখনোই আমার স্বপ্ন ছিল না। সন্দেহ নেই ক্রিকেট খেলার চেয়ে অভিনয় আমার কাছে বেশি চ্যালেঞ্জিং। আমি খেলাটাই বেশি উপভোগ করেছি।” ৪২ বছরের টেন্ডুলকার বায়োপিকে ক্যামেরার সামনে কেমন পারফর্ম করলেন তা দেখার অপেক্ষা এখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here