এখন সাফল্যের শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন। দেশের সঙ্গে বিদেশেও সাদরে গৃহীত হয়েছে তাঁর কাজ। কিন্তু তাঁর জীবনে একাধিকবার এসেছে বিতর্ক। সেক্স র্যাকেট থেকে শাহরুখ খানের সঙ্গে সম্পর্ক। অনেকবারই শুধুমাত্র বিতর্কের জন্যই শিরোনামে এসেছেন প্রিয়াঙ্কা। এই তো দিন কয়েক আগে হঠাৎ শোনা গেল, প্রিয়াঙ্কা নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ২০০২ সালে। বিষয়টি তখন জানাজানি হয়নি। এখন হচ্ছে। প্রিয়াঙ্কার একসময়ের ম্যানেজার প্রকাশ জাজু জানান, প্রিয়াঙ্কা নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর বয়ফ্রেন্ড (শোনা কথা) অসীম মার্চেন্টের মৃত্যুতেই নাকি তখন প্রিয়াঙ্কা সুইসাইড করার কথা ভেবেছিলেন। কিন্তু প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেন, এসব মিথ্যে কথা। তাঁর মেয়ের সম্বন্ধে বদনাম ছড়ানোর চেষ্টা করছেন জাজু। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কার মা বলেন, জাজুকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই কারণেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন জাজু। এখন মেয়ের নামডাক হয়েছে। দেশবিদেশে খ্যাতি ছড়াচ্ছে। তাই রাগে, হিংসায় বা অন্য কোনও উদ্দেশ্য থেকে হয়তো প্রিয়াঙ্কার বাজার নষ্ট করতে চাইছেন জাজু। কারিনার সঙ্গে ক্যাটফাইট কফি উইথ করণে প্রিয়াঙ্কার উচ্চারণ নিয়ে মন্তব্য করেন কারিনা কাপুর খান। বলেন, “আমি অবাক হয়ে যাই, প্রিয়াঙ্কা এমন আশ্চর্য উচ্চারণ কোথায় পেলেন?” করিনার এই প্রশ্নের উত্তর প্রিয়াঙ্কা কফি উইথ করণেই দেন। বলেন, যেখান থেকে করিনার স্বামী সইফ পেয়েছেন, সেই একই জায়গা থেকে উচ্চারণ শিখেছেন তিনি। আর এর পরেই প্রিয়াঙ্কা ও করিনার মধ্যে ফাটল ধরে। সেক্স র্যাকেট বিতর্ক গত বছর এই বিতর্কে জড়ান প্রিয়াঙ্কা। ভারসোভায় তাঁর একটি স্পা আছে। সেখানে মুম্বাই পুলিশের রেড পড়ে। পুলিশের অভিযোগ, সেই স্পায়ে নাকি সেক্স র্যাকেট চলত। কিন্তু প্রিয়াঙ্কার দাবি, তিনি নাকি বিষয়টি জানতেনই না। শাহরুখের সঙ্গে সম্পর্ক শাহরুখের সঙ্গে নাকি সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। এমন একটি খবর বলিউডে শোনা যায়। তাঁদের সম্পর্কে কথা সামনে আসে ডন 2-এর পর। শোনা যায়, গৌরি খানও নাকি জানতেন তাঁদের সম্পর্কের কথা। তাই তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কাকে ছবি করতে দেন না তিনি। ডন 2-এর পর শাহরুখ-প্রিয়াঙ্কার আর কোনও ছবিই বাজারে আসেনি। এমনকী, শোনা যাচ্ছে, ডন 3-তেও নাকি থাকছেন না প্রিয়াঙ্কা। খবরটি যখন সামনে আসে, তখন নাকি করণ জোহর গৌরি খানের পক্ষ নিয়েছিলেন। তাই শাহরুখ-প্রিয়াঙ্কাকে একছবিতে সই করানোর কথা নাকি ভাবছেন না তিনিও। বলিউড যাত্রা আমেরিকান টিভি সিরিয়ালে প্রিয়াঙ্কার বাথরুম দৃশ্য নিয়ে কম বিতর্ক হয় নি। বোল্ড দৃশ্য নিয়ে সারা ভারত জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।