মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা দম্পতির গত বছর যৌথভাবে আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৬৫ ডলার। আর শতকরা ১৮.৭ হারে আয়কর বাবদ তারা দিয়েছেন মোট ৮১ হাজার ৪৭২ ডলার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি যশ আর্নেস্ট এক ব্লগ পোস্টে শুক্রবার একথা জানিয়েছেন। মি. আর্নেস্ট তার ব্লগে আরো জানান, বারাক ওবামা দম্পতি সম্প্রতি যৌথভাবে তাদের আয়কর রিটার্ন জমা দেন। আয়ের পাশাপাশি বড় অঙ্কের অর্থ দানও করেছেন এ দম্পতি। ৩৪টি দাতব্য প্রতিষ্ঠানে গত বছর মিশেল ও বারাক ওবামা মোট ৬৪ হাজার ৬৬ ডলার দান করেন যা তাদের মোট আয়ের ১৪.৭ শতাংশ। এর মধ্যে ফিশার হাউস ফাউন্ডেশনকে তারা সবচেয়ে বেশি ৯ হাজার ৬৬ ডলার দান করেন। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনও তাদের গত বছরের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এতে দেখা যায়, গত বছর এ দম্পতির মোট আয় ছিল ৩ লাখ ৯২ হাজার ২৩৩ ডলার। সেইসঙ্গে শতকরা ২৩.৩ হারে তারা আয়কর দিয়েছেন মোট ৯১,৫৪৬ ডলার। এছাড়া তারা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে গত বছর দান করেছেন ৬ হাজার ৬শ’ ২০ ডলার।