নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে আরজু(২০) নামে গৃহবধুকে স্বামী গলায় ওড়ানা পেছিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে ওই ইউনিয়নের রামশ্বিপুর লামছি গ্রামে এহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধু আরজু ওই গ্রামের ডাক্তার মজিবুল হকের বাড়ির সুমনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। পরে রাতের কোন এক সময় আরজুকে তার স্বামী সুমন ওড়ানা পেছিয়ে হত্যা করে পালিয়ে যায়। পাশ্ববর্তী ঘর থেকে নিহতের মা এসে আরজুকে ঘুম থেকে উঠার জন্য ডাকা ডাকি করে। সে ঘুম থেকে না উঠায় ঘরে ঢুকে দেখতে পায় তার মেয়ে আরজুকে তার স্বামী হত্যা করে পালিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।