বরিশাল প্রতিনিধি ॥ ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদীর মাহিলাড়া কলেজের দ্বিতল ভবন নির্মান কাজের উদ্বোধণ করা হয়েছে। শনিবার সকালে ভবন নির্মাণ কাজের উদ্বোধণ করেন জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মিয়া আকবর আলী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ খোকন, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মোঃ লোকমান আকন্দ, সদস্য আবুল হোসেন মোল্লা প্রমূখ।