ঢাকায় ফিরে আবারও কলকাতায় পরীমণি

0
225

ঢাকায় ফিরতে না ফিরতেই ফের কলকাতায় পাড়ি জমাচ্ছেন পরীমণি। গত ১০ এপ্রিল কলকাতায় যান তিনি। এরপর ফিরেন বুধবার রাতে। মাঝে একটা দিন অর্থাৎ পয়লা বৈশাখ ঢাকায় উদযাপন করেছেন হালের আলোচিত এই অভিনেত্রী। আর আজ সন্ধ্যার একটি ফ্লাইটে কলকাতায় যাচ্ছেন তিনি। সফরের উদ্দেশ্য সর্ম্পকে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘আপাতত এ বিষয়ে প্রশ্ন না করলেই খুশি হব। তবে এতটুকু বলতে পারি, ফেরার পর সবাইকে জানাব।’ তাহলে কি শীগগিরই টলিউডের ছবিতে দেখা যাবে আপনাকে, এমনটা জানতে চাইলে অনেকটা হেঁসে পরীমণি বলেন, ‘ নারে ভাই এখন আর কিছুই বলবো না।’ খোঁজ নিয়ে জানা গেছে, একটি বিজ্ঞাপনের কাজে পরীমণির এই কলকাতা আসা-যাওয়া। কোম্পানীর কঠোর নিষেধাজ্ঞার কারণে আপাতত এ বিষয়ে বিজ্ঞাপনসংশ্লিষ্ট কেউই মুখ খুলছেন না। উল্লেখ্য, একটি সাবানের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে এর আগেও কলকাতায় গিয়েছিলেন পরীমণি। বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও বিল বোর্ডে শোভা পাচ্ছে তার এই বিজ্ঞাপনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here