প্রচলিত আইনে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে- কুষ্টিয়ায় হানিফ

0
274

কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, যে সমস্ত দেশগুলো
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে তাদের অপরাধের সর্বোচ্চ শাস্তির দেয়ার ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করছে। তাদেরকে
অনুরোধ করবো জার্মানের নাৎসি বাহিনী যখন যুদ্ধাপরাধের বিচার হয়েছিল, রোয়ান্ডায় যে গণ বিদ্রোহ হয়েছিল সেখানেও তো তাদের বিচার হয়েছিল সেই সব বিচারের বিষয়ে তখন তাদের অভিমত কি ছিল।
বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারকার্য
চলবে। এখানে কারোর ব্যক্তিগত মতামত দেওয়ার প্রশ্নই আসে না।
আজ শনিবার সকাল ১১ টায় কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, যদি মির্জা ফখরুল সাহেবরা বলতো যে ওনারা যখন পেট্রোল বোমা দিয়ে মানুষকে নির্বিচারে পুড়িয়ে হত্যা
করেছিল ২০১৫ সালের ৫ই জানুয়ারী থেকে ৯০ দিনে তথাকথিত অবরোধের কর্মসূচীর মাধ্যমে। হাজার মানুষকে অগ্নিদগ্ধ করে
২৩১জন নিরাপরাধ মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। এই সমস্ত কাজের জন্য তারা যদি জাতীর কাছে ক্ষমা চাইতেন, দুঃখ প্রকাশ
করতেন তারপর যদি এ কথা বলতেন, তাহলে জনগণ হয়তো তাদের শুভ বৃদ্ধি হিসেবে এটা গ্রহণ করতো।
যে মির্জা ফখরুল সাহেবরা তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষমতার লোভে এ দেশের জনগণের উপর বার বার আঘাত করেছে। নিরীহ
নিরাপরাধ মানুষের উপর আঘাত করে ২০১৩ ও ২০১৫ সালে সারাদেশে ধ্বংস লীলা তৈরি করেছিল। সেই বিএনপি নেতাদের মুখে সহিংসতা
কিংবা অহিসংতার কথা মানায় না।
এ সময় শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here