রাজনীতিবিদদের ব্যর্থ বললেন রিচা চড্ডা

0
275

রাজনীতিবিদদের এবার কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী রিচা চড্ডা। তিনি বলেছেন, ”রাজনীতিবিদরা এখন আর সমাজে শান্তি বজায় রাখতে পারেন না, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন না। তারা ব্যর্থ। তাই এবার অভিনেতা অভিনেত্রীদেরই এগিয়ে আসতে হবে। শুধু তারকারা নয়, আসলে গোটা চলচ্চিত্র জগতের মানুষকেই উৎসাহী হতে হবে এ ব্যাপারে। আমার মনে হয়, ছবিই একমাত্র মাধ্যম যার দ্বারা সমাজকে উন্নত করা যেতে পারে। কথাটা উপদেশের মতো শোনালেও এই সময়ে এটাই সত্যি।” ওমঙ্গ কুমারের ‘সর্বজিৎ’ ছবিতে রণদীপ হুডার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিচা। সেই ছবির নতুন ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসেই রিচা এই মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here