শফিক রেহমানের মুক্তি দাবি ফখরুলের

0
237

বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া এলাকা পরিদর্শন শেষে শফিক রেহমানকে মুক্তি দিতে আহ্বান জানান তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, এতে প্রমাণ হয় দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, নেই লেখার স্বাধীনতা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, মুক্তিযোদ্ধা নুর করিমসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শহরের সেনুয়াপাড়া পুরতন কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি মামলায় শনিবার সকাল ৮টায় নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here