সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, দেশের ক্রিকেটকে সামনের দিকে নিতে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) পুনর্গঠন করতে হবে।
বিবিসির সঙ্গে আলাপকালে সাঙ্গাকারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে দেশের সম্পদকে কাজে লাগাতে হবে।
কিংবদন্তী এ ব্যাটসম্যান বলেন, শ্রীলংকায় কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে বিশ্ব পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষণ দেয়া দরকার।
জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গ্রাহাম ফোর্ডের নিয়োগ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সাঙ্গাকারা বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং সফল হওয়ার জন্য তাকে সময় দিতে হবে।
তবে একজন সমালোচক হিসেবে তিনি গত দুই বছর প্রশাসনের নেয়া পদক্ষেপের সমালোচনা করেন।
তিনি আরো বলেন, জাতীয় দলে খেলোয়াড়দের জায়গা দিতে এসএলসির একটি কৌশল প্রণয়ন করা উচিত।
দেশের ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি বিশ্বের সাবেক এক নম্বর ওয়ানডে খেলোয়াড় সাঙ্গা।
তিনি শুধুমাত্র সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ দল নির্বাচন করার জন্যই নিয়োগ পেয়েছিলেন এবং এ থেকে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন বলেও উল্লেখ করেন সাঙ্গাকারা।
তিনি বলেন, সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভার আমন্ত্রণে তিনি নির্বাচক পদে যোগ দিয়েছিলেন।
সব শেষে সাঙ্গাকারা বলেন, ডি সিলভা সেরা নির্বাচক, তিনি একজন খেলোয়াড় ও সতীর্থ হিসেবে কাজ করেছেন।