তদন্তে অখুশি প্রত্যুষার মা, মুখ্যমন্ত্রীকে চিঠি

0
285

মুম্বাই পুলিশের তদন্তে খুশি হতে পারেনি ভারতীয় টিভি সিরিয়াল অভিনেত্রী প্রয়াত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তাই এবার তাঁরা দ্বারস্থ হলেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের। প্রত্যুষার মা সোমা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। সোমাদেবীর আর্জি, তাঁর মেয়ের মৃত্যুর তদন্ত করুক মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কারণ, তাঁরা মনে করছেন, প্রত্যুষার মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। তাঁদের অভিযোগ, প্রত্যুষা আত্মহত্যা করেননি। তাঁর প্রেমিক রাহুল রাজ সিংহ খুন করেছে তাঁকে। তার পর গোটা বিষয়টি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মনে হয় প্রত্যুষা আত্মঘাতী হয়েছেন। বন্দ্যোপাধ্যায় পরিবারের বক্তব্য, মুম্বাই পুলিশ যেভাবে ঢিমেতালে তদন্ত করছে, তাতে রাহুলের বিরুদ্ধে সব তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাঁরা চান, অবিলম্বে তাঁদের মেয়ের মৃত্যুর তদন্তভার গ্রহণ করুক অপরাধ দমন শাখা। মহারাষ্ট্র সরকারের তরফে সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই জানানো হয়েছে, প্রয়োজন পড়লে অপরাধ দমন শাখার হাতে তদন্তভার তুলে দিতে তাদের আপত্তি নেই। চিঠিতে রাহুল তাঁদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন সোমাদেবী। গতকাল রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রঞ্জিত পাটিল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশেরই উচিত পুরো বিষয়টা খতিয়ে দেখা। যদি দেখা যায়, পুলিশ তাদের কাজ করেনি, তা হলে তার খেসারত দিতে হবে তাদের। প্রত্যুষার মায়ের অভিযোগ, যে বাঙ্গুর নগর থানায় প্রত্যুষার মৃত্যুর তদন্ত হচ্ছে, তারা রাহুলকে নির্দোষ প্রমাণিত করার জন্য ইচ্ছে করে তথ্য প্রমাণ সংগ্রহ করছে না। তাঁর আরও অভিযোগ, প্রত্যুষার মতোই আরও অনেক মেয়েকে ব্যবহার করে তাঁদের সর্বনাশ করেছেন রাহুল। পাটিল বলেছেন, ”চিঠিটা পাওয়ার পরে সংশ্লিষ্ট থানাকে মামলাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলা হয়েছে। আমরা যদি মনে করি, সেটা হচ্ছে না, তা হলে অপরাধ দমন শাখাকে তদন্তভার তুলে দেওয়ায় কোনও আপত্তি নেই আমাদের।” পাটিল অবশ্য জানিয়েছেন, বাঙ্গুর নগর থানার অফিসারদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের তিনি বলেছেন, প্রত্যুষার পরিবারের তরফ থেকে এই ধরনের চিঠি পাওয়ার অর্থ তাঁরা তদন্তে খুশি নন। পাটিলের কথায়, ”এ বিষয়ে ঠিক কী করা উচিত পুলিশকে আমরা নির্দেশ দিচ্ছি না। কিন্তু তারা কী করছে, তার খুঁটিনাটি লক্ষ রাখছি।” আপাতত আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা চলছে রাহুলের বিরুদ্ধে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে গত মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here