বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ ॥ এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে -মনোরঞ্জন শীল

0
358

ফজিবর রহমান বাবু ॥- বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ এ কথা উল্লেখ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। নিজ ধর্ম পালনে রাষ্ট্র আইনে কোনো বাধা নেই। তিনি আরো বলেন, বর্তমান সরকার চায় এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। তাই বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি মসজিদ, মন্দির ও গীর্জায় ব্যাপক অনুদান দিয়েছে। পুর্বে কোনো সরকার এতো বেশী অনুদান ধর্মীয় কোন প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়নি। আর দেশের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে সকল জাতির মানুষ চাকুরী করছে।

১৫ এপ্রিল রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নে দূুর্ল্লভপুর কালীমন্দির সংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত দূর্ল্লভপুর সনাতন যুব সংঘ এর উদ্দ্যোগে ’’বিরাট সনাতন ধর্ম সভা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এসব কথা বলেন।

দূর্ল্লভপুর সনাতন যুব সংঘ’র সভাপতি ডাঃ অরুন চন্দ্র রায় এর সভাপতিত্বে বাবু দূর্গাপ্রসাদ রায় ও সুমন রায় এর সঞ্চলনায় ধর্ম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়, ১১নং মরিচা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আতাহারুল ইসলাম চেীধুরী হেলাল ও বীরগঞ্জ কেন্দ্রীয় সনাতন ধর্মচর্চা কেন্দ্রর আহবায়ক গিরিজানাথ দাশ্।

’’বিরাট সনাতন ধর্ম সভা” ধর্ম বিষয়ক আলোচনা করেন রংপুর গৌরীয় মঠ বাংলাদেশ-ভারত গৌরবাণী প্রচারক শ্রী ললিত গোপালকৃষ দাসাধিকারী লিটু মুখার্জী, চিন্ময় ব্রম্মচারী, নিতাই চন্দ্র দাসাধীকারী।

এর আগে কাহারোল উপজেলা খোশালপুর রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ১৮১ তম জন্মতিথি উৎসবে ও ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলা বর্ষ বরন উপলক্ষে আলোচনা সভা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন এমপি গোপাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here