এবার প্রযোজক হিসেবে দেখা যাবে সানি লিওনকে

0
289

এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন সানি লিওন। সিনেমার প্রযোজক হিসেবে দেখা যাবে এই ইন্দো-ভারতীয় তারকাকে। বলিউডের সিনেমায় অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন। কিন্তু অভিনয়ের চাইতে পর্নস্টার হিসেবেই আলোচিত হয়েছেন বেশি। সিনেমায় অভিনয় দিয়ে খুব একটা নজর কাড়তে পারেননি। এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সানি লিওন। নিজেকে প্রযোজক হিসেবে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। নিজে রোমান্টিক সিনেমায় অভিনয় করলেও প্রযোজক হিসেবে তার পছন্দ ড্রামা-থ্রিলারধর্মী সিনেমা। সিনেমার নাম কী হবে তা অবশ্য এখনো ঠিক হয়নি। সিনেমা সম্পর্কে সানি লিওন বলেছেন, ”আমরা আশা করছি এ বছর জুলাই-আগস্টের দিকে সিনেমাটির শুটিং শুরু করব। এটি একটি ড্রামা-থ্রিলার এবং সিনেমাটির মধ্য দিয়ে আমরা প্রযোজক হিসেবে আমাদের পরীক্ষাটা চালাতে চাইছি। আশা করছি সবকিছু ভালোভাবেই হবে।” এদিকে সম্প্রতি ‘দ্য ম্যান’ একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন সানি লিওন। ম্যাগাজিনটি এখন বাজারে পাওয়া যাচ্ছে লিখে সানি লিওন নিজের ফেসবুক পেইজে পোস্ট করেছেন ফটোশুটের দুটি গ্ল্যামারাস ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here