ঐতিহাসিক মুজিব নগর সরকারের ঘোষণাপত্রই আজকের সংবিধানের মূল বিষয় বস্তুু : সৈয়দ আশরাফ

0
249

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, ঐতিহাসিক মুজিব নগর সরকারের ঘোষণাপত্রের আলোকে পরবর্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। কেননা এই মুজিব নগর সরকারের অধিনেই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। তিনি বলেন, ঐতিহাসিক মুজিব নগর সরকারের শপথ অনুষ্ঠানে মহান স্বাধীনতা সংগ্রামের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী। ঘোষণা পত্রের অংশই আজকে বাংলাদেশের সংবিধান। তাই মুজিব নগর সরকারের ইতিহাস আমাদের জানতে হবে, মেহেরপুরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সুর্য উদিত হয়েছিল।
শনিবার সন্ধায় কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেটের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নব-নির্বাচিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক লেঃ কর্ণেল (অবঃ) ফারুক আহমেদ, স্বাস্থ্য সম্পাদক ডাঃ বদিউজ্জামান, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আজগর আলী।
আলোচনা শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ প্রধান অতিথির কাছ থেকে ফুল গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here