নড়াইল প্রতিনিধি :নড়াইলে দুর্নীতি বিরোধী র্যালী, মানববন্ধন ও সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সততা সংঘের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আদালত সড়কে সততা সংঘ, সুশীল সমাজ ও মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য দুর্নীতি দমন কমিশন-এর কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম নিজেই সকলকে শপথ গ্রহণ করান।
মানববন্ধন শেষে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বর এসে হয়। এ সময় দুর্নীতি দমন কমিশন-এর কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
র্যালি শেষে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহ-সভাপতি ম. ম শফিউর রহমান শফিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন-এর কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র দাস, দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা, নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, দুপ্রক সদস্য মলয় কান্তি নন্দী, নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মারুফ সামদানী, শাহ জালাল মুকুল, সততা সংঘের প্রীতি মিত্র প্রমুখ।