২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আকারের চেয়ে কাঠামোগত ও গুণগত মান বৃদ্ধির প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলা হয়। সংবাদ সম্মেলনে সিপিডির এসব প্রস্তাব তুলে ধরেন গবেষণা সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। লিখিত সুপারিশ উপস্থাপন করেন অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বাজেটে কিছু অর্জনের প্রাক্কলন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আগের বছরের বাস্তবায়নের হারের সঙ্গে সংগতিপূর্ণ হয় না। তাই বাজেট করা উচিত বাস্তবায়নের সক্ষমতার নিরিখে।