মুস্তাফিজের ইয়র্কারে ভূপতিত রাসেল!

0
307

কিছু কিছু ছবি আছে যা সব বলে দেয়। ব্যাখ্যা করে আর বলার কিছু থাকে না। যারা শনিবার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল ম্যাচ দেখেছেন তারা সেই ছবিটি মনে গেঁথে ফেলেছেন। মুস্তাফিজুর রহমানের ইয়র্কার। আন্দ্রে রাসেল ভূপতিত। স্টাম্প ছত্রখান। রাসেলের মতো মাটিতে লুটিয়েছে মিডল স্টাম্পও। ডান হাতটা উচিয়ে দাঁড়িয়ে সামান্য উৎসব করছেন মুস্তাফিজ।   এমন আউটের দেখা আসলে খুব কম মেলে। ব্যাটসম্যানদের যুগে এটা বিরল দৃশ্য বটে। মুস্তাফিজ তার কাটারের জন্য বিখ্যাত। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে দারুণ আলোচনায় এই ২০ বছরের বাংলাদেশি যুবা। প্রথম ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন। দল জেতেনি। এদিনও রাসেলদের কেকেআরই জিতল। কিন্তু ১৩.৪ ওভারের সময় মুস্তাফিজ যা করলেন তা মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। বিশ্বকাপ জেতা ক্যারিবিয়ান ব্যাটসম্যান রাসেল তখন ২ রানে। মুস্তাফিজ ১৩৫ কিলোমিটার/ঘণ্টায় পারফেক্ট এক ইয়র্কার করলেন ব্লকহোলে। শেষের দিকে বল সামান্য সুইং করলো। আর সেই বল ঠেকাতে মরিয়া রাসেল শেষ চেষ্টা পর্যন্ত করে হতভম্ব। ওটা যে খেলার মতো বলই না! কোনোভাবেই নিজের ভারসাম্য রাখতে পারলেন না রাসেল। মুস্তাফিজের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের চোখেও তখন বিস্ময়। এমন বল যেকোনো অধিনায়ক তার বোলারের কাছ থেকে চাইবেন। এ দিন ৪ ওভারে ২৯ রান দিয়ে ওই একটি উইকেটই নিয়েছেন মুস্তাফিজ। সানরাইজার্স হেরেছে ৮ উইকেটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here