জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, শফিক রেহমানের বিষয়টি একটি তদন্তাধীন বিষয়। তদন্তে শফিক রেহমান যদি দোষী প্রমাণিত হন তাহলে শাস্তি পাবেন। আর যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে মুক্তি পাবেন। প্রসঙ্গত, গতকাল সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় মামলাটি দায়ের করেছিল গোয়েন্দা পুলিশ।